কালি কহল পিয়াএ সাঁঝহি রে
জাএব মোয়ে মারুঅ দেস।
মোয়েঁ অভাগলি নহি জানল রে
সঙ্গহি জইতঁহ সেহ দেস।।
হৃদয় বড় দারুন রে
পিয়া বিনু বাহর ন জায়ে।।
একহি সয়ন সখি সুতল রে
অছল বালভ নিসি মোর।
ন জানল কতি খন তেজি গেল রে
বিছুরল চকেবা জোর।।
সূন সেজ হিয় সালয়ে রে
পিয়াএ বিনু মরব আজি।
বিনতি করঞো সহিলোলিনি রে
মোহি দেহে অগিহর সাজি।।
বিদ্যাপতি কবি গাওল রে
আএ মিলত পিয় তোর।
লখিমা সেই বর নাগর সে
রাএ সিবসিংঘ নহি ভোর।।