কিবা শোভারে মধুর বৃন্দাবনে ।
রাইকানু বসিয়াছে রত্ন সিংহাসনে।।
রতনে নির্মিত বেদী মাণিকের গাঁথনি।
তার মাঝে রাই কানু চৌদিগে গোপিনী।।
এক এক তরুর মূলে এক এক অবলা।
নীলগিরি বেড়ি যেন কনকের মালা।।
হেম বরণী রাই কালিয়া নাগর।
সোনার কমলে যেন মিলল ভ্রমর।।
নব-গোরোচনা গোরী শ্যাম ইন্দীবর।
বিনোদিনী বিজুরী বিনোদ জলধর।।
কাচ বেড়া কাঞ্চনে কাঞ্চন বেড়া কাচে।
রাই কানু দোহঁ-তনু একই হৈয়াছে।।
ললিতা বিশাখা দোহেঁ চামর ঢুলায়।
নরোত্তম দাসে দোহাঁর বলিহারি যায়।।