কিয়ে গুরু গরবিত না মানে পাপ চিত
আন না শুনে কান বিন্ধে ।
ও নব নাগর সব গুণে আগোর
তায়ে সে পরাণ কান্দে।।
সজনি ! ও বোল বল জনি আর।
কি যশ অপযশ না ভাওয়ে গৃহবাস
হইনু কুলের অঙ্গার ।। ধ্রু।।
কি জানি কিবা হৈল কি খেণে পরশিল
সে রস-পরশ-মণি।
জাতি কুলশীল আপন ইচ্ছায়
করিনু তাহার নিছনি।।
হিয়া দগদগি মনের পোড়নি
কহিনু না রহিমু ঘরে।
এবে সে জানিনু প্রেমের এ ফল
ভালে জ্ঞানদাস ঝুরে।।