কিশলয় শেজ করি কেন জাগি রাতি।
মদন দুরজন তাহে সঙ্গ হইল ভাতি।।
চন্দ্রকিরণ তাহে বৈরী মোর ভেল।
দক্ষিণ-পবন মোয় সমূহ দুঃখ দিল।।
অবহু এখন বঁধু না আইল ইহা।
কেমনে ধরিব প্রাণ এত দুখ সয়া।।
কালরাতি কাল মোর দংশিল শরীরে।
কি আর ঔষধ আছে বল না আমারে।।
ধন্বন্তরি কাছে গিয়া সাধিব সব তন্ত্র।
ঘুচাব সকল জ্বালা কাল যে ভুজঙ্গ।।
মৃত মণিমন্ত্রে যেন মৃত হয়ে যায়।
তাহার অধিক যেন হৈল সব কায়।।
চণ্ডীদাস বলে এই সময়ের দোষ।
বিরস না ভাব তুমি না করিহ রোষ।।