“কি আর বলিব পায়।
শুন হে নাগর রায়।
তার কি পরাণ এড়ি।
কাননে রহিলা ছাড়ি।।
আমরা অবলা নারী।
দোষগুণ নাহি ধরি।।
তুমি সে পরাণ-বন্ধু।
কেবল করুণাসিন্ধু।।”
দীন চণ্ডীদাস কয়।
সুধারস তুমি ময়।।