কি কহব এ সখি কেলি বিলাসে।
বিপরিত সুরত নাহ অভিলাসে।।
কুচজুগ চারু ধরাধর জানী।
হৃদয় পরত তেঁ পহু দেল পানী।।
মাতলি মনমথে দুর গেল লাজে।।
অবিরল কিঙ্কিনি কঙ্কন বাজে।।
ঘাম বিন্দু মুখ সুন্দর জোতী।
কনক কমল জনি ফরি গেলি মোতি।।
কহহি ন পরিঅ পরিঅ পিয় মুখ ভাসা।
সমুহু নিহারি দুহূ মনে হাসা।।
ভনই বিদ্যাপতি রসময় বাণী।
নাগরি রম পিয় অভিমত জানী।।