কি কহিব রে সখি আজুক ভাব।
অযতনে মোহে হোয়ল বহু লাভ।।
একলি আছিনু আমি বনাইতে বেশ।
মুকুরে নিরখি মুখ বাঁখল কেশ।।
তৈখনে মিলিল গোরা নটরাজ।
ধৈরজ ভাঙ্গল কুলবতীলাজ।।
দরশনে পুলকে পূরল তনু মোর।
বাসুদেব ঘোষ কহে করলহি কোর।।