কি বা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম
নিরবধি জাগিছে অন্তরে।
পুরুবে আছিল ভাগি তেঞি পাইয়াছি লাগি
দপ্রাণ কান্দে বিচ্ছেদের ডরে।।
কালিয়া বরণ খানি আমার মাথার বেণি
আঁচরে ঢাকিয়া রাখি বুকে।
দিয়া চাঁদমুখে মুখ পরিব মনের সুখ
যে বলে সে বলুক পাপলোকে।।
মণি নও মুকুতা নও গলায় গাঁথিয়া লব
ফুল নও কেশে করি বেশ ।
নারি না করিত বিধি তোমা হেন গুণনিধি
লইয়া ফিরিতুঁ দেশে-দেশ।।
নরোত্তম দাসে কয় তোমার চরিত্র নয়
তুমি মোরে না ছাড়িহ দয়া।
যে দিনে তোমার ভাবে আমার পরাণ যাবে
সেইদিন দিহ পদছায়া।।