কুঞ্জ-কুটীর কুসুম নব পল্লব
ভ্রমরা ভ্রমরি কত বঙ্গে।
সারি নারি শুক পুরুখ যোড়ে যোড়ে
মউর মউরি কত সঙ্গ।
ভুবনে অনুপ রাস বস অতি মোহন
ষড় ঋতু নব নিতি নিতি।
রাই কানু তাহে নিতি নব নির
খেনে খেনে নবিন পিরিতি।।
নয়নে নয়নে রস পরশিতে গুণ দশ
বিহসিতে শত গুণ রঙ্গ।
খেনে খেনে হৃদয়ে হৃদয় পরশাইতে
ভাবে ভরয়ে দুহুঁ অঙ্গ।।
নাচত গাওত কোই কোই বাওত
বিলসিতে বিগলিত বেশ।
জ্ঞানদাস কহ আবেশে অবশ তনু
তাহে কত কেলি-বিশেষ।।