কুন্দ কুমুদ গজমোতিম হার।
পহিরল হৃদয়ে ঝাঁপি কুচভার।।
থোরহি শশধর কিরণ বিথার।
ঐছন সময়ে কয়ল অভিসার।।
চৌদিকে সচকিত নয়নে নেহার।
মদন-মদালসে চলই না পার।।
মিললি নিকুঞ্জে কুঞ্জনৃপ পাশ।
কহ কবিশেখর কেলিবিলাস।।