কুসুমে রচল সেজ মলয়জ পঙ্কজ
পেয়সি সুমুখি সমাজে।।
কত মধু মাস বিলাসে গমাওল
অব পর কহইতে লাজে।।
সখি হে দিন জনু কাহু অবগাহে।
সুরতরু তর সুখে জনম গমাওল
ধুথুরা তর নিরবাহে।।
দখিন পবন সউরভ উপভোগল
পিউল অমিয় রস সারে।
কোকিল কলরব উপবন পূরল
তহ্নি কত কয়ল বিকারে।।
পাতহি সঞো ফুল ভমরে অগোরল
তরুতর লেলহ্নি বাসে।
সে ফল কাটি কীটে উপভোগল
ভমরা ভেল উদাসে।।
ভনই বিদ্যাপতি কলিজুগ পরিনতি
চিন্তা জনু কর কোই।
অপন করম অপনে পএ ভুঞ্জিয়
জঞো জনমান্তর হোই।।