কুসুমে রচিত সেজা দীপ রহল তেজা
পরিমল অগর চন্দনে ।
জবে জবে তুঅ মেরা নিফল বহলি বেরা
তবে তবে পীড়লি মদনে।।
মাধব তোরি রাহী বাসক সজা।
চরন সবদ চৌদিস আপএ কানে
পিয়া লোভে পরিনতি লজা।।
সুনিঅ সুজন নামে অবধি ন চুকএ ঠামে
জনি বন পসেরল হরী।
সে তুঅ গমন আসে নিন্দ ন আবে পাসে
লোচন লাগল দেহরী।।