কেউ যদি গো মথুরাতে যাও।
অভাগীর খবর কইও যদি বন্ধের দেখা পাও !
বলিও তোরা বন্ধের কাছে কি বুকে রাধা ভুলিয়াছে গো।
অর্ধমরা রাধা আছে চায় গো তার পীরিতের বাও।।
বন্ধুর দেখা মিলে যদি বলিও কাঁদে রাধা নিরবধি গো।
দেখতে চায় রাধা অপরাধী মরণকালে রাঙ্গা পাও।।
বলিও বন্ধুর দেখা পাইলে হার গাঁথিয়া নানা ফুলে গো।
যামিনী মোর যায় বিফলে কুকিল কয় নৈরাশী রাও।।
বাউল রিয়াছত বলে মরণকালে স্থানটি চাই তার চরণতলে গো।
বলিও বন্ধের দেখা পাইলে ভিড়াইয়া পানসী নাও।।