কোন সখা বলে– “শুন রসময়ী
আজু সে বিষম বড়ি।
মাঝ রাজপথে হেদে আচম্বিতে
কেমনে যাইব এড়ি।।
এত দিন মোরা করি আনাগোনা
জগাত নাহিক শুনি।
কেবা সিরজিল জগাত বলিয়া
আমরা নাহিক জানি।।”
বড়াই কহিছে– “ভয় দেখাইছে
এ বড় বিষম দানী।
এ দধি দুধের নহে সে কাঙ্গাল
ঐছন যাদুয়া মণি।।
যার ঘরে আছে দুধের সাগর
নন্দঘোষ যার পিতা।
তার কি লালসা ছেনা লুনি দুধে
যশোমতী যার মাতা।।”
চণ্ডীদাস কহে — “শুন কহি রাধা
এ বড় বিষম দানী।
হাসলি লইতে রাজ-কর দিতে
ঘাটে রহে যদুমণি।।”