খনে খনে নয়ন কোন অনুসরঈ।
খনে খনে বসনধূলি তনু ভরঈ।।
খনে খনে দসনছটা ছুট হাস।
খনে খনে অধর আগে করু বাস।।
চউঁকি চলএ খনে খনে চলু মন্দ।
মনমথ পাঠ পহিল অনুবন্ধ।।
হিরদয় মুকুল হেরি হেরি থোর।
খনে আঁচর দএ খনে হোয় ভোর।।
বালা সৈসব তারুন ভেট।
লখএ ন পারিঅ জেঠ কনেঠ।।
বিদ্যাপতি কহ সুন বর কান।
তরুনিম সৈসব চিহ্নই ন জান।