খনে খনে নয়ন কোন অনুসরঈ।
খনে খনে বসনধুলি তনু ভরঈ।।
খনে খনে দসন-ছটা ছুট হাস।
খনে খনে অধর আগে করু বাস।।
চউকি চলএ খনে খনে চলু মন্দ।
মনমথ-পাঠ পহিল অনুবন্ধ।।
হিরদয়-মুকুল হেরি হেরি থোর।
খনে আঁচর দএ খনে হোয় ভোর।।
বালা সৈসব তারুন ভেট।
লখএ ন পারিঅ জেঠ কনেঠ।।
বিদ্যাপতি কহ সুন বর কান।
তরুনিম সৈসব চিহ্নই ন জান।।