গগন গরজ ঘন জামিনি ঘোর।
রতনহুঁ লাগি ন সঞ্চর চোর।।
এহনা তেজি অএলাহুঁ নিঅ গেহ।
অপনহু ন দেখিঅ অপনুক দেহ।।
তিলা এক মাধব পরিহর মান।
তুঅ লাগি সংসয় পরল পরান।।
দুসহ জমুনা নদি এলিহু ভাঁগি।
কুচজুগ তরল তরনি তঁ লাগি।।
দেহ অনুমতি হে জুঝও পঁচবান।
তোঁহে সন নগর নাগর নহি আন।।
ভনই বিদ্যাপতি নারী সোভাব।
অপনুক অভিমত উকুতি বুঝাব।।
রাজা রূপনরাএন জান।
সিবসিংঘ লখিমা দেই রমান।।