গমনে গমাউলি গরিমা
অগমনে জিবন সন্দেহ।
দিনে দিনে তনু অবসন ভেল
হিমকমলিনি সম নেহ।।
অবহু ন সুমরহ মধুরিপু
কি করতি সুন্দরি নাম।
“মোহি বিসরলহ
কহিনী বহু ঠাম”।।
এক দিস কাহ্ন অওকাদিস
সুবিতত বংস বিসালা।
দুই পথ চঢ়লি নিতম্বিনি
সংসঅ পড়ু কুলবালা।।
পঁচবান অতি আত এ
ধৈরজে কর পশু থিরে।
আঁচরে মুহ দঅ কাঁদএ
ঝাঁখএ নয়ন বহ নীরে।।