গিরি পুরী ভারতী বড়ই কঠিন-মতি
যব আওল পুরমাঝ।
তাহে হেরি অন্তর থরহরি কাঁপই
এতদিনে পড়ল অকাজ।।
সজনি ঘরে ঘরে শুনি উপদেশ।
নিশি পরভাতে গৌরবর-নাগর
ছোড়ি চলব দুরদেশ।।
রজনি বিরামি যৈছে নহে প্রাতর
ঐছন রচহ উপায়।
গগনক চান্দ ফান্দ করি বান্ধহ
মন্দিরে রহু গোরা রায়।।
অহনিশি অম্বরে চান্দ উদয় হেরি
দিনকর পড়ব নিরাশ।
রোখহিঁ নিজসুত শমন আনি কিএ
দীনবন্ধু করু নাশ।।