গিরি পরিহরি করিলেন শ্রীহরি।
মদনকুঞ্জে মদনমোহন বাজান বাঁশরি।।
অসময় রসময় বাজায় বাঁশরি।
শুনিয়া অধৈর্য্য হইল ভানু রাজকুমারি।।
শ্যামের মুরলি-ধ্বনি শ্রবণে লাগিল।
নিবিবন্ধ খসি বস্ত্র নিতম্বে রহিল।।
দিবসে বাঁশির গান শুনিয়া শ্রবণে।
মণিহারা ফণির মত চাহে সখি পানে।।
কে যাবি আমার সঙ্গে শ্যাম দরশনে ।
সঙ্কেতে বাজিছে বাঁশি সঙ্কেত বিপিনে।।
আয় সহচরি বলে হেরি গিয়ে হরি।
গোবিন্দদাস বলে লহ সঙ্গে করি।।