গুরু গরবিত ঘরে যে কহু সে কহু মোরে
ছাড়ে বা ছাড়ুক গৃহপতি।
সকল ছাড়িয়া মুঞি শরণ লইলুঁ গো
কি করিব ঘরের বসতি।।
কানু সে জীবন ধন মোর।
তোমরা যতেক সখী ঘরে যাও কুল রাখি
শ্যামরসে হয়্যাছি বিভোর।।
যত ছিল অভিমান সতী কুলবতী নাম
সব হরি নিল শ্যামরায়।
কহত পরাণ সখি আঁখিতে অঞ্জন মাখি
অঙ্গেতে কস্তুরী করি তায়।।
কুল, শীল, যৌবন এ তিন অমূল্য ধন
কানু পায় সঁপিলুঁ পসার।
শুনি জ্ঞানদাস কহে যে ধনী এমন হয়ে
ধনি ধনি সোহাগ তাহার।।