গোপীগণ-কুচ- কুঙ্কুমে রঞ্জিত
অরুণ বসন শোভে অঙ্গে।
কাঞ্চন-নিন্দিত কান্তি কলেবর
রাই পরশ-রস-রঙ্গে।।
দেখ দেখ অপরূপ গৌর-বিলাস।
লাখ যুবতি-রতি যো গুরু লম্পট
সো অব করল সন্ন্যাস।।
যো ব্রজ-বধুগণ দৃঢ় ভূজ-বন্ধন
অবিরত রহত অগোর।
সো তনু পুলকে পুরিত অব ঢর ঢর
নয়নে গলয়ে প্রেম-লোর।।
যো নটবর ঘন- শ্যাম-কলেবর
বৃন্দা-বিপিন-বিহারী।
কহয়ে বলরাম নটবর সো অব
অকিঞ্চন ঘরে ঘরে প্রেম ভিখারী।।