ঘন শ্যাম শরীর কেলি রস
যমুনাক তীর বিহার বনি।
শ্রীদাম সুদাম ভায়া বলরাম
সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিণী।।
ঘন চন্দন ভাল কানে ফুল ডাল
অঙ্গে গিরি লাল কিয়ে চলনি।
লুফিছে পাচনি বাজিছে কিঙ্কিণী
পদ নূপুর ঝুনু ঝুনু শুনি।।
কত যন্ত্র সুতান কলা রস গান
বাজায়ত মান করি সুমেলে।
যব বেণু পুরে মৃগ পাখী ঝুরে
পুলকে তরু পল্লব পুষ্প ফলে।।
কেহ রূপ চাহে কেহ গুণ গায়ে
কেহ প্রেমক আনন্দে বোল কহে ।
চণ্ডীদাস মনে অভিলাষ
স্বরূপ অন্তরে জাগি রহে।।