ঘর ঘর ভরমি জনম নিত
তনিকাঁ কেহন বিবাহ।
সে অব করব গৌরী বর
ই হোয় কতয় নিবাহ।।
কতয় ভবন কত আগন
বাপ কতয় কত মাএ।
কতহু ঠহোর নহি ঠেহর
ককর এহন জমায়।।
কোন কয়ল এহো অসুজন
কেও ন হিনক পরিবার।
জে কয়ল হিনক নিবন্ধন
ধিক থিক সে পজিয়ার।।
কুল পরিবার একো নহি জনিকা
পরিজন ভূত বৈতাল।
দেখি দেখি ঝুর হোয় তন
কে সহয় হৃদয়ক সাল।।
বিদ্যাপতি কহ সুন্দরি
ধৈরজ মন অবগাহ।
জে অছি জনিক বিবাহ
তনিকাঁ সেহ পয় নাহ।।