চারি চৌগুণ করল একু মেলি।
এক হীন গুণ চন্দ্রক কেলি।।
দেখ সখি দুহুঁক রূপক শোভা।
অরুণকি তিমির অতি লোভা।।
খগপতি দ্বৈত চকোর হি চারি।
চারি খঞ্জন তাঁহি কমল পর ধারি।।
কামধনুক দুহুঁ বড়ই বিরাজ।
নয়ন ইঙ্গিত তহি পর সাজ।।
বিধুকর কাহ্ন নলিনী ভেল রাই।
এক নলিনীপর বিম্ব রহু তাই।।
গোবিন্দদাস কহ বিহি নিরমাণ।
এসব কেলি যত তুহুঁ কিয়ে মান।।