চিরদিন সো বিহি ভেল অনুকূল ।
দুহু মুখ হেরইতে দুহু সে আকুল।।
বাহু পসারিয়া দোঁহে দোঁহা ধরু।
দুহুঁ আধরামৃত দুহুঁ মুখ ভরু।।
দুহুঁ তনু কাঁপই মদনক রচনে ।
কিঙ্কিনি রোল করত পুন সদনে।।
বিদ্যাপতি কহ কি কহব আর।
যৈছে প্রেম দুহুঁ তৈছে বিহার।।
চিরদিন সো বিহি ভেল অনুকূল ।
দুহু মুখ হেরইতে দুহু সে আকুল।।
বাহু পসারিয়া দোঁহে দোঁহা ধরু।
দুহুঁ আধরামৃত দুহুঁ মুখ ভরু।।
দুহুঁ তনু কাঁপই মদনক রচনে ।
কিঙ্কিনি রোল করত পুন সদনে।।
বিদ্যাপতি কহ কি কহব আর।
যৈছে প্রেম দুহুঁ তৈছে বিহার।।