ছাড়িয়া সে তনু দেখাইল জনু
ধরি হলধর রূপ।
কাঁধেতে লাঙল দেখি তাহা ভাল
বড়ই রসের কূপ।।
তেজি সেই কায়া আর ধরে মায়া
ধরিলা মৎস্যের তনু।।
তাহা ছাড়ি সখা আর দিল দেখা
কূর্ম্মের আকৃতি অতি।
বরাহ বামন আদি আর যত
অবতার তথি।।
তাহা দেখাইল ভাই সে সুবল
“দেখহ কালিয়া শ্যাম।
এ সব মূরতি তাহার পীরিতি
কহত আমার ধাম।।”
বরাহ মূরতি দেখায়ে আকৃতি
দেখি সুবল সখা।
সকল মূরতি দেখি জনে জনে
আর কোন আছে দেখা।।
চণ্ডীদাস বলে মনেতে না লাগে
যতেক দেখিল খেলা।
চাহি সখা পানে কমলনয়ানে
আর কোন আছে লীলা।।