………ছিল সখীর সহিত
করিতে রসের রঙ্গ।।
কেহো বা আছিল দুগ্ধ আবর্ত্তনে
চুলাতে…….।
তেজি আবর্ত্তন হইয়া বিমন
ঐছন গেল সে চলি।।
কেহো বা আছিল শিশু কোলে করি
[মুখে]দিয়া তার স্তন।
শিশু ফেলি ভূমে চলি গেল ভ্রমে
বৃন্দাবন পানে মন।।
কেহো বা আছিল রন্ধন করিতে
অমতি চলিয়া গেল।
কৃষ্ণমুখী হয়া মুরুলী শুনিয়া
সব বিসরিত ভেল।।
কেহো বা আছিল শয়ন করিয়া
নয়নে আছিল নিন্দ।
যেন কেহ আসি চোরাই লইল
মানসে কাটিয়া সিন্ধ।।
চমকিত হয়া উঠিল জাগিয়া
বসন খসিয়া পড়ে।
চণ্ডীদাস কহে— ডাকাতিয়া বাঁশী
পাইয়া তাহার চাড়ে।।