জলউ জলধি জল মন্দা।
জহা বসে দারুন চন্দা।।
বচন নহি কে পরমানে।
সময় ন সহ পচবানে।।
কামিনী পিয়া বিরহিনী।
কেবল রহলি কহিনী।।
অবধি সমাপিত ভেলা।
কইসে হরি বচন চুকলা।।
নিঠুর পুরুস পিরীতি।
জীব দএ সন্তব জুবতী।।
নিচল নয়ন চকোরা।
ঢরিএ ঢরিএ পল নোরা।।
পথয়ে রহঞো হেরি হেরী।
পিয়া গেল অবধি বিসরী।।
বিদ্যাপতি কবি গাবে।
পুন ফলে সুপুরুস কী নহি পাবে।।