জয় জয় গুরু গোসাঞির শ্রীচরণ সার।
যাহা হৈতে হব পার এ ভব সংসার।।
মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন।
শ্রীগুরু বৈষ্ণব পায়ে মজাইয়া মন।।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ।
শ্রীজীব গোপালভট্ট দাস রঘুনাথ।।
এই ছয় গোসাঞির করি চরণ বন্দন।
যাহা হৈতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
জয় রস নাগরী জয় নন্দ লাল।
জয় জয় মোহন মদন গোপাল।
জয় জয় শচীসুত গৌরাঙ্গ সুন্দর।
জয় নিত্যানন্দ পদ্মাবতীর কোঙর।।
জয় জয় সীতানাথ অদ্বৈত গোসাঞি।
যাহার করুণা বলে গোরা গুণ গাই।।
জয় জয় শ্রীনিবাস জয় গদাধর ।
জয় স্বরূপ রামানন্দ প্রেমের সাগর।।
জয় জয় সনাতন জয় শ্রীরূপ।
জয় জয় রঘুনাথ প্রাণের স্বরূপ।।
জয় গৌরভক্তবৃন্দ দয়া কর মোরে।
সভার চরণ রেণু ধরি নিজ শিরে।।
জয় জয় নীলাচলচন্দ্র জগন্নাথ।
মো পাপীরে দয়া করি কর আত্মসাথ।।
জয় সাক্ষীগোপাল দেব ভকতবৎসল।
নবঘন জিনি তনু পরম উজ্জ্বল।।
জয় জয় গোপীনাথ প্রভু প্রাণ মোর।
পুরী গোসাঞির লাগি যার নাম খির-চোর।।
জয় জয় মদন গোপাল বংশীধারী।
ত্রিভঙ্গ-ভঙ্গিমা ঠাম চরণ মাধুরী।।
জয় জয় শ্রীগোবিন্দ মূর্তি মনোহর।
কোটিচন্দ্র জিনি যার বদন সুন্দর।।
জয় জয় গোপীনাথ মহিমা প্রবল।
তমাল -শ্যামল-অঙ্গ পীন বক্ষঃস্থল।।
জয় জয় মথুরা মণ্ডল কৃষ্ণধাম।
জয় জয় গোকুল গোলোক আখ্যান।।
জয় জয় দ্বাদশ বন কৃষ্ণ লীলাস্থান।
শ্রীবন লোহ ভদ্র ভাণ্ডীর বন নাম।।
মহাবনে মহানন্দ পায় ব্রজবাসী।
যাহাতে প্রকট কৃষ্ণ স্বরূপ প্রকাশি।।
জয় জয় তালবন খদির বহুলা।
জয় জয় কুমুদ কাম্য বনে কৃষ্ণ লীলা।।
জয় জয় মধুবন মধু পান স্থান।
যাহা মধুপানে মত্ত হৈল বলরাম।।
জয় জয় সর্বশ্রেষ্ঠ শ্রীবৃন্দাবন।
দেবের অগোচর স্থান কন্দর্প মোহন।।
ধুলি জয় গোপাল দেব বরণ
জয় জয় ললিতা কুণ্ড জয় শ্যমকুণ্ড।
জয় জয় রাধাকুণ্ড প্রতাপ প্রচণ্ড।।
জয় জয় মানসগঙ্গা জয় গোবর্ধন।
জয় জয় দান ঘাট লীলা সর্বোত্তম।।
জয় জয় নন্দ ঘাট জয় অক্ষয় বট।
জয় জয় চীরঘাট যমুনা নিকট।।
জয় জয় কেশিঘাট পরম মোহন।
জয় বংশীবট রাধাকৃষ্ণ মনোরম।।
জয় জয় রাসঘাট পরম নির্জন।
যাহাঁ রাসলীলা কৈলা রোহিনী নন্দন।।
জয় জয় কৃষ্ণকেলি পাবন সরোবর।।
জয় জয় যাবট ঘাট অভিমন্বালয়।
সখীসঙ্গে রাই যাহাঁ সদা বিরাজয়।।
জয় জয় বৃষভানপুর নামে গ্রাম।
জয় জয় সংকেত রাধাকৃষ্ণ লীলাস্থান।।
জয় জয় ব্রজপুর শ্রেষ্ঠ নন্দরাজ।
জয় জয় ব্রজেশ্বরী শ্রেষ্ঠ গোপীমাঝ।।
জয় জয় রোহিণী নন্দন বলরাম।
জয় জয় রাধাকৃষ্ণ স্বয়ং রসধাম।।
জয় জয় রাধা সখী ললিতা সুন্দরী ।
সখীর পরম শ্রেষ্ঠ রূপের মাধুরী।।
জয় জয় বিশাখিকা চম্পক লতিকা।
রঙ্গদেবী সুদেবী তুঙ্গাবিদ্যা ইন্দুলেখা।।
জয় জয় রাধানুজা অনঙ্গমঙ্গরী।
ত্রিভুবন জিনি যার অঙ্গের মাধুরী।।
ব্রজবাসী শ্রীবিশাখা ইন্দুরেখা
জয় জয় পৌর্ণমাসী বলি যোগমায়া।
রাধাকৃষ্ণ লীলা করান মায়া আচ্ছাদিয়া।।
জয় জয় বৃন্দাদেবী কৃষ্ণ প্রিয়তমা।
জয় জয় বীরা সখী সর্ব মনোরমা।।
জয় জয় রত্ন মণ্ডল রত্ন সিংহাসন।
জয় জয় রাধাকৃষ্ণ সঙ্গে সখীগণ।।
শুন শুন আরে ভাই করিয়ে প্রার্থনা।
ব্রজে রাধাকৃষ্ণ সেবা করহ ভাবনা।।
ছাড়ি অন্য কর্ম অসত সঙ্গ আলাপনে।
ব্রজে রাধাকৃষ্ণচন্দ্রে করহ ভজনে।।
এই সব লীলাস্থানে যে করে স্মরণ।
জন্মে জন্মে শিরে ধরোঁ তাহার চরণ।।
শ্রীগুরু বৈষ্ণব পাদপদ্ম করি আশ।
নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।।