জয় জয় ভগবতি জয় মহামায়া।
ত্রিপুর সুন্দরি দেবি করু দায়া।। আহে মাতা।।
দালিম কুসুম সম তুঅ তনু ছবী।
তখনে উদিত ভেল জনি রবী।।
ধনু সর পাস অঙ্কুস হাথ।
তেতিস কোটি দেব নাব মাথ।।
চঙ্গিম উপমা কেও পাব।
কাম রমনি দাসি পদ পাব।।
জয় জয় ভগবতি জয় মহামায়া।
ত্রিপুর সুন্দরি দেবি করু দায়া।। আহে মাতা।।
দালিম কুসুম সম তুঅ তনু ছবী।
তখনে উদিত ভেল জনি রবী।।
ধনু সর পাস অঙ্কুস হাথ।
তেতিস কোটি দেব নাব মাথ।।
চঙ্গিম উপমা কেও পাব।
কাম রমনি দাসি পদ পাব।।