জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নাম সার।
অপরূপ কলপ-বিরিখ অবতার।।
অযাচিতে বিতরে দুর্লভ প্রেম-ফল।
বঞ্চিত নাহি ভেল পামর সকল।।
চিন্তামণি নহে সেই ফলের সমান।
আচণ্ডাল-আদি করি তাহা কৈলা দান।।
হেন প্রভু না সেবিলে কোন কাজ নয়।
এ রাধামোহন কহে ভজিলে সে হয়।।
জয় জয় শ্রীকৃষ্ণচৈতন্য নাম সার।
অপরূপ কলপ-বিরিখ অবতার।।
অযাচিতে বিতরে দুর্লভ প্রেম-ফল।
বঞ্চিত নাহি ভেল পামর সকল।।
চিন্তামণি নহে সেই ফলের সমান।
আচণ্ডাল-আদি করি তাহা কৈলা দান।।
হেন প্রভু না সেবিলে কোন কাজ নয়।
এ রাধামোহন কহে ভজিলে সে হয়।।