জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ।
জয়াদ্বৈতচন্দ্র জয় গৌরভক্তবৃন্দ।।
কৃপা করি সবে মিলি করহ করুণা।
অধম পতিতজনে না করিহ ঘৃণা।।
এ তিন সংসার মাঝে তুয়া পদ সার।
ভাবিয়া দেখিনু মনে গতি নাহি আর।।
সে পদ পাবার আশে খেদ উঠে মনে।
ব্যাকুল হৃদয় সদা করিয়ে ক্রন্দনে ।।
কিরূপে পাইব সেবা না পাই সন্ধান।
প্রভু লোকনাথ-পদ নাহিক স্মরণ।।
তুমি ত দয়াল প্রভু চাহ একবার।
নরোত্তম হৃদয়ের ঘুচাও অন্ধকার।।