জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল।
গিরিবরধারী কুঞ্জবিহারি
ব্রজ জীবন নন্দলাল।।
সুরঙ্গ পাগ শিরে তেরি
শোভে রতনহি পেঁচ উজাল।
তাপর মৌর চন্দ্রিকা বিরাজে
গলে দোলে বৈজয়ন্তী মাল।।
সুন্দর তিলক অলক ঝলকে
বাঁকে নয়ন বিশাল।
মুরলী বজায়ে রিঝি রিঝায়ে
শুনি ধ্বনি মধুর রসাল।।
নাসায় বিচিত্র মুকুতা দোলে
মদগন্ধ মধুরিম চাল।
শ্রীকৃষ্ণদাস স্বামী এই কৃপা কীজে
ভেটহুঁ মদন গোপাল।।