ঝরকা উপরে কৃত্তিকা সুন্দরী
তা সনে সুন্দরী রাখা।
দেখিতে সে খেলা মন ভেল ভোলা
সকলি মানিল বাধা।
হৃদয়ে ভিতরে এ মহীমণ্ডলে
কভুত নাহিক রহে।
এমন মূরতি এ মহীমণ্ডলে
কভুত নাহিক হয়ে।।
হেনরূপ সখি কোথা বা আছিল
কে হেন আনিল নিধি।
কেমন করিয়া এমন বরণ
বসিয়া গড়িল বিধি।।”
হৃদয় মাঝারে পশিল ওরূপ
বিদগধি রাই।
মানস পূরিয়া সরল বেদন
মনের পোড়ান ভেল।
হৃদয় ভিতরে তরল অন্তর
জর জর হৈয়া গেল।।
দেখিতে দেখিতে তুলল নাগরী
মুদল নয়ান দুটি।
রসের আবেশে ঠেকিয়া সুন্দরী
কুলের ভরম ছুটি।।
এই সে পুরুষ রতনে যতনে
যদি বা মিলয়ে মোরে।
তোমাকে কি দিয়া তুষিব হরিষে
কিনিয়া লইবে মোরে ।।
জনমে জনমে তোমারে তুষিব
ঘোষিব তোমার গুণে।
এ বোল বলিয়া পড়িল ঢলিয়া
দ্বিজ চণ্ডীদাস ভনে।।