ঝুলত রঙ্গে রঙ্গিনি সঙ্গে
নাগর-বর রঙ্গিয়া।
চৌদিগে গোপিনি রূপ-তরঙ্গিনি
রঙ্গিণি সব সঙ্গিয়া।
লাল হিঁডোর কুসুম উজোর
মণি-মতিম-রঙ্গিয়া।
শ্যামরু সঙ্গে বৈঠল রঙ্গে
রাধা উলস-অঙ্গিয়া।।
নিকুঞ্জ ভওন কূসুম শোহন
ভ্রমর ভোঁর ভঙ্গিয়া।।
গাওত সুস্বর শুক পিক-বর
নাচত মৌর রঙ্গিয়া।।
ঝুলত ঘন মন্দ পবন
দোলত রসিক রঙ্গিয়া।
মোহন লাল নন্দ দুলাল
হেরত নবীন সঙ্গিয়া।।