”ঠেকিনু দানীর হাতে।
বহুদিন এই পথে আসি যাই
পশরা লইয়া মাথে।।
যে বলে জাগাতি যায় তার জাতি
কুলের বজর পড়ি।
যত করে নাট আসি এই ঘাট
এই যে বড়াই বুড়ি।।
বুড়ির বচনে এ পথে আসিয়া
ঠেকিল দানীর ঠাঁই।
কেমনে ও পারে গেলে সে আমরা
আর সে আসিব নাই ।।
কে জানে এমন হবে পরিণাম
তবে না আসিতাম মোরা।
হেন বুঝি কাজ কুল শীল লাজ
এ দানী নিবেক পারা।।
ভালে ভালে বড়াই দূরে আওবিড়ি
ও পারে লইয়া যা।
দানীর বচন শুনি হিয়া কাঁপে
থর থর করে গা”।।
চণ্ডীদাস বলে শুন ধনী রাধে
কেন বা করহ ভয়।
আদর পিরিতি কর বিকি কিনি
হেন মোর মনে লয়।।