ডরে ন হেরএ ইন্দু
…বিন্দু মলআনিল বোল আগী,
তুঅ গুণ কহি কহি মুরঝি পলএ
মহি রয়নি গমাবএ জাগী।
সুন্দরি কি কহব আবক সিনেহা
তুঅ দরসনে বিনু অনুখন খিন তসু
অবে তসু জিবন সন্দেহা।।
নোরে নঅন ভরি তুঅ পথ হেরি হেরি
অনুখন রোঅএ কহ্নাই।
তোহরি বচন লএ ধাএল আস দএ
অবে ন বচন পতিআই।
ভনই বিদ্যাপতি অরে রে কলামতি
ন কর মনোরথ বাধে।
অধরসুধা দএ পীতি বঢ়াবহি
পুরও মনমথসাধে।