তোর মুখে রাধিকার রূপকথা সুনী।
ধরিবাক না পারোঁ পরাণী।। বড়ায়ি ল।।
দুরুন কুসুমশর সুদৃঢ় সন্ধানে।
আতিশয় মোর মন হানে।। বড়ায়ি ল।।
পরাণ আধিক বড়ায়ি বোলোঁ মো তোহ্মারে।
রাধিকা মানাআঁ দেহ মোরে।।ধ্রু।।
কুসুমিত তরুগণ বসন্ত সমএ।
তাত মধুকর মধু পীএ।।
সুসর পঞ্চম সব গাত্র পিকগণে।
তেকারণে থীর নহে মনে।।
আতিশয় বাঢ়ে মোর মদনবিকার।
তাত কর মোর উপকার।।
এ থানক আইলা বাড়ায়ি আহ্মার ভাগে।
মোর কাজ তোহ্মাত লাগে।।
একবার মোর তোহ্মে কর উপকার।
আহ্মে দেব সংসারের সার।।
রাধিকা মানাআঁ বড়ায়ি পুর মোর আশ।
বাসলী বন্দী গাইল চণ্ডীদাস।।