তোহারি সঙ্কেত- কুঞ্জে কুসুমশর-
পুঞ্জে রহল একসরিয়া।
তনু-মনে বিরহ দহনে ধনি দগধই
প্রাণ-হরিণী যায় জরিয়া।।
মাধব ধৈরজ গমন তোহারি।
ও যেন লাখ কলপ করি মানই
তলপ ভরয়ে দিঠি বারি।।
তোহারি সন্দেশ- আশে ধনি কুলবতি
খোয়ল কুল তনু-কাঁতি।
নিকরুণ মদন বেদন নাহি জানই
হানই খরশর-পাঁতি।।
পরাণ প্রেম আশ-গুণে বান্ধল
ভাষ না নিকসই বদনে।
ভণে যদুনন্দন সো জনি টূটয়ে
অতয়ে চলহ সোই সদনে।।