দারুন কন্ত নিঠুর হিয়
সখি রহল বিদেস।
কেও নহি হিত মঝু সঞ্চরএ
জে কহ উপদেস।।
এ সখি পরিহরি গেল
নিঅ ন বুঝীঅ দোস।
করম বিগতি গতি মাই হে
কাহি করব রোস।।
মোহি ছল দিনে দিনে বাঢ়ত
দেখ হরি সঞো নেহ।
আবে নিঅ মনে অবধারল
পহু কপটক গেহ।।