দারুন সুনি দুরজন বোল।
জনি কম কম লাগএ গূণ।।
কে জান কঞেনে সিখাওল গোপ।
তে নহি হৃদয় বিসরএ কোপ।।
এ সখি ঐসন মোর অভাগ।
পরক কাহ্ন কহলা লাগ।।
এতদিন অছল অইসন ভাণ।
হম ছাড়ি পেঅসি নহি আন।।
জগত ভমি সুপুরুষ জোহী।
আসা সাহসে ভজলি তোহি।।
দিবস দুষণে তোহো উদাস।
পিসুন বচনেহু ততে তরাস।।