দূতি কহে শুন শুন নাগর শ্যাম।
তুয়া লাগি কত রূপে সাধিনু হাম।।
তুয়া দেখি সুন্দরি যদি করে রোষ।
অপরাধ মানবি মানবি দোষ।।
এত শুনি সহচরি সঙ্গে চলু কান।
হেরি ধনি কয়ল হেট বয়ান।।
কানুক হেরি ধনি দূতিক সঙ্গ।
তৈখনে পুলকে পূরল অঙ্গ।।
মান জনিত দুখ সব দূর গেল।
গোবিন্দদাস মনে আনন্দ ভেল।।