দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার।
মাতা পিতায় কহিও কুশল নমস্কার।।
প্রবোধিয়ে কহিও বিশেষ বিবরণ।
ব্রজপুরী তেজ্য হরি নহে কদাচন।।
মিনতি কহিও আমার শ্রীরাধিকার পাশ।
জন্মে জন্মে শ্রীরাধার আমি নিজ দাস।।
অদ্যাপি ব্রজেতে আমি করিয়ে গমন।
শ্রীরাধার দর্শন করিব সম্মিলন।।
এতেক বলি যোই নন্দের নন্দনে।
এ বোল শুনিয়া দূতি এলো বৃন্দাবনে।।
দূতি অনুসরি ব্রজে আইল পীতবাস।
গোবিন্দদাস কহে ভাবের উপাস।।