দেখ দেখ ঝুলত গৌর কিশোর।
সুরধুনীতীর গদাধর সঙ্গহি
চাঁদনী রজনি উজোর।।
শাঙন মাস গগনে ঘন গরজন
ললপিত দামিনি মাল।
বরিখত বারি পবন মৃদু মন্দহি
গঙ্গাতরঙ্গ বিশাল।।
বিবিধ সুরঙ্গ রচিত তহিঁ দোলন
খচিত বিবিধ ফুলদাম।
বটতরুডালে ডোর করি বন্ধন
মালতিগুচ্ছ সুঠাম।।
বৈঠল গৌর বামে প্রিয় গদাধর
ঝুলন রঙ্গরসে ভাস।
সহচর মেলি ঝুলায়ত মৃদু মৃদু
দোলা ধরি দৌপাশ।।
বাজত মৃদঙ্গ পূরবরস গায়ত
সংকীর্ত্তনসুখরঙ্গ।
নিত্যানন্দ শান্তিপুরনায়ক
হরিদাস শ্রীবাসাদি সঙ্গ।।
পুরুষোত্তম সঞ্জয় আদি বরিখত
কুঙ্কুম চন্দন ফুল।
উদ্ধব দাস নয়নে কব হেরব
গৌর হোয়ব অনুকূল।।