দেয়াশিনী বেশ সাজি বিনোদ রায়।
ধীরে ধীরে করি চলে হরষ অন্তর।।
গোকুল নগরে এই শবদ উঠিল।
এক জন দেয়াশিনী ব্রজেতে আইল।।
তাহারে দেখিবার তরে লোকের গহন ।
সব ব্রজবাসী চলে হরষিত মন।।
প্রণমিল দেযাশিনীর চরণ কমলে।
বয়ান ভাসিল প্রেমে নয়ানের জলে।।
দ্বিজ চণ্ডীদাসের মনে আনন্দ বাড়িল
কোথা হইতে আইলে তুমি এ ব্রজমণ্ডল।।