ধিক্‌ রহু কুলবতী কুল তেয়াগিয়া।
মরয়ে খলের সনে লেহ বাড়াইয়া।।
চিকণ চাঁচর কেশ বেশ খোয়াইয়া।
ধূলায় ধূসর কাঁদে নিশি পোহাইয়া।।
জাতি কুলশীল দোষে আর গুরুজন।
কাহারে না কহে সেই মরম বেদন।।
কে তার মরমে আছে মরমে পশিয়া।
মরম-বেদনা তার লইবে বাঁটিয়া।।
চণ্ডীদাস কহে সেই বেদনা জানিয়া।
পীরিতি বেয়াধি রহে মরমে লাগিয়া।।