নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে
কি শুনি দারুণ কথা।
ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস
কহিতে লাগএ বেথা।।
ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস
কহিতে লাগএ বেথা।।
নিমাই পরাণ-পুতলি তুমি।
তোমা না দেখিলে হিয়া বিদরিঞা
মরিঞা যাইব আমি।।
এ জরা-জননী যুবতী রমণী
পাথারে ভাসাঞা যাবে।
শুনি বিষ্ণুপ্রিয়া নিছনি লইঞা
অনলে পশিবে তবে।।
রাতুল কমল জিনি পদতল
কেমনে হাঁটিবে তায়।
এ ঘর বাহিরে সরস আদরে
কে আর ডাকিবে মায়।।
ভকত-চকোর মরিবে সকল
না দেখি ও মুখ চান্দে।
দীনবন্ধু কহে উচিত এ নহে
শুনিতে পরাণ কান্দে।।