ননদিনী রস-বিনোদিনী, ও তোর কুবোল সহিতাম নারি। ধু
ঘরের ঘরিণী, জগত-মোহিনী, প্রত্যুষে যমুনাএ গেলি।
বেলা অবশেষ, নিশি পরবেশ, কিসে বিলম্ব করিলি ?
প্রত্যুষে বেহানে, কমল দেখিয়া , পুষ্প তুলিবারে গেলুম্।
বেলা উদনে, কমল মুদনে, বোমরা দংশনে মৈলুম্।।
কমল কন্টকে, বিষম সঙ্কটে, করের কঙ্কণ গেল।
কঙ্কণ হেরিতে, ডুব দিতে দিতে, দিন অবশেষ ভেল।।
শীষের সিন্দুর, নয়ানের কাজল, সব ভাসি গেল জলে।
হের দেখ মোর , অঙ্গ জর জর, দারুণি পদ্মের নালে।।
কুলের কামিনী, কুলের নিছনি, কুলে নাই তোর সীমা।
আরতি মাগনে, আলাওলে ভণে, জগত-মোহিনী রামা।।