নন্দক নন্দন কদম্বেরি তরু তলে
ধিরে ধিরে মুরলি বোলাব।
সময় সঙ্কেত নিকেতন বইসল
বেরি বেরি বোলি পঠাব।।
সামরী তোরা লাগি
অনুখনে বিকল মুরারি।।
জমুনাক তির উপবন উদবেগল
ফিরি ফিরি ততহি নিহারি।
গোরস বিকে নিকে অবইতে জাইতে
জন জন পুছ বনবারি।।
তোঁহে মতিমান সুমতি মধুসূদন
বচন সুনহ কিছু মোরা।
ভনই বিদ্যাপতি সুন বরজৌবতি
বন্দহ নন্দকিসোরা।